তারপর শবদেহটি বাইরে কোলে বসিয়ে তার মুখ দু’হাত দিয়ে ঘষতে লাগল

তারপর শবদেহটি বাইরে কোলে বসিয়ে তার মুখ দু’হাত দিয়ে ঘষতে লাগল

Author:
Price:

Read more

তারপর শবদেহটি বাইরে কোলে বসিয়ে তার মুখ দু’হাত দিয়ে ঘষতে লাগল। কিন্তু তাতে কোন ফল হল না। শবদেহ ঠান্ডাই রইল। তখন সে শবদেহটি জড়িয়ে আগুনের ধারে শুয়ে পড়ল। মনে মনে ভাবল এবার নিশ্চই দেহটা গরম হবে। কিছুক্ষণ পরে শবদেহটা গরম হয়ে উঠল। ছেলেটি বলল, দেখ ভাই তোমাকে আমি ঠিক করম করলাম তুমি বেঁচে উঠবে।
কিন্তু শবদেহ উঠে তার বুকের উপর চরে বসে চিৎকার করে বলল, এবার আমি তোর রক্ত চুষে খাব।
নেমকহারাম, এই তোর কৃতজ্ঞতা? যা তুই কফিনেই গিয়ে ঘুমিয়ে থাক। এই বলে ছেলেটি সজোরে ধাক্কা মেরে জীবন্ত শবদেহটি কফিনে ঢুকিয়ে ডালা সেঁটে দিল। আর তখনি ছ’জন সেখানে এসে কফিনটি নিয়ে চলে গেল।
ছেলেটি আক্ষেপ করে বলল, এজীবনে আমার আর শিউরে ওঠা হল না।
--শয়তান এবার তুই শিখবি শিহরন কাকে বলে? আর সেটা শিখবি তোর প্রাণটা আমার হাতে শেষ করে। কথাগুলো শুনে ছেলেটি তাকিয়ে দেখে তার দেখা এ পর্ষন্ত সব লোকের চেয়েও লম্বা এই লোক। বুড়ো লোকটার হাঁটু পর্যন্ত লম্বা সাদা দাড়ি।
--এত সহজে আমি মরব না। মরার আগে তোমাকে মেরে মরব। ছেলেটি রেগে গিয়ে বলল।
--আমি তোকে তাড়াতাড়ি খতম করে দেব, লোকটা কুৎসিত ভাবে বলে উঠল।

0 Reviews