তারপর যাহা, বড় রানী-মা জানেন।

তারপর যাহা, বড় রানী-মা জানেন।

Author:
Price:

Read more

--‘তারপর যাহা, বড় রানী-মা জানেন। শুনিয়াছি, নতুন হাঁড়িতে শোয়াইয়া নতুন সরা মুখে দিয়া রাজকন্যাকে নদীর জলে ভাসাইয়া দেওয়া হইয়াছিল’।
ধাইয়ের মুখের কথা শেষ না হতেই ছোটরানী পাগলের মত ছুটিয়া গিয়া রাজকন্যাকে বুকে জড়াইয়া ধরিলেন।
সুখের খবর হাওয়ায় ছোটে। রাজকন্যাকে দেখিতে দুপুর রাতেই রাজ্যের লোক রাজবাড়িতে ছুটিয়া আসিল। রাজা আসিয়া রাজকন্যাকে দেখিয়া আহ্লাদে আটখানা।
কিছুক্ষণ পরে বড়রানীকে তলব দিলেন। লোকজনেরা বড়রানীর খোঁজ করিয়া ফিরিয়া আসিয়া বলিল—বড়রানী রাজপুরীতে নাই, রাতারাতি কোথায় পলাইয়া গিয়াছেন।
রাজকন্যা সদাগরের স্ত্রী হইয়াছেন, সদাগর রাজার জামাই হইলেন। বুড়ো-রাজার পর রাজ্যের রাজা তিনি হইবেন, ঠিক হইল।
ছোটরানী দুধপুকুরের চারি পাড় সোনায় বাঁধাইয়া দিলেন—এই দুধপুকুরের দৌলতেই তিনি রাজকন্যাকে পেটে ধরিয়াছিলেন, আবার ইহারই দৌলতে তাঁর হারানো কন্যা লাভ হইল।

রাজকন্যা শঙ্খচিলের জন্য বানাইয়া দিলেন একটা সোনার বটগাছ-সেই বটগাছের মাথায় শঙ্খচিলের বাসা হইল।

0 Reviews