তা তুমি আমাদের সাথে যে খেলবে

তা তুমি আমাদের সাথে যে খেলবে

Author:
Price:

Read more

--তা তুমি আমাদের সাথে যে খেলবে, তোমার কাছে বাজী লড়ার মতো টাকা-পয়সা আছে।
--আছে, তোমার কাছে অনেক টাকা আছে। কিন্তু তোমাদের বলগুলো গোল নয়, এসো ওগুলো গোল করে দিই।
তারপর সে খুলিগুলো উখো দিয়ে ঘষে গোল বলের মত করেছিল।
তাই দেখে লোকগুলো হল্লা করে বলল, খুব সুন্দর, এ খেলা আরম্ভ করা যাক।
অতএব খেলা আরম্ভ হল। ছেলেটি বেশ কিছু গিনি হেরে গেল। তারপর যেই সে একেবারে বারোপয়েন্ট পেল অমনি সব লোকগুলি শূন্যে মিলিয়ে গেল। কারণ থাকলে তাদের সবকিছুই ছেলেটিকে দিয়ে তার দাস হতে হত।
পরদিন রাজা এসে জিজ্ঞাসা করলেন, রাতটা কেমন কেটেছে।
ছেলেটি বলল, রাতটা নয় গিনির খেলা খেলে কাটিয়ে দিয়েছি, আমার কিছু গিনি হেরে গিয়েছি।
তুমি শিউরে ওঠনি?
--না, কাল রাতটা আমি আনন্দের সঙ্গে কাটিয়েছি। কিন্তু আমি আশা করেছিলাম কেউ আমাকে শিউরে ওঠা শিখিয়ে দেবে।
তৃতীয় রাত্রে ছোট ছেলে আগুনের ধারে চাকার উপর বসে আবার তার প্রিয় গান গাইতে লাগল। মাঝরাতে ছয়জন লম্বা লোক একটা কফিন নিয়ে হাজির হল। ও হো। ওটা নিশ্চই আমার খুড়তুতো ভাইয়ের। সে কয়েকদিন আগে মরে গেছে। লোকগুলো কফিনটা না নিয়ে অদৃশ্য হয়ে যেতেই কফিলে টোকা দিয়ে বলল, আমার ভাইটি বাইরে এস। কিন্তু কেউ বাইরে এল না দেখে কফিনের ডালাটা খুলে শবদেহের মুখে হাত বুলিয়ে দেখল সেটা বরফের মত ঠান্ডা। তখন সে বলল একটু অপেক্ষা কর। আমি তোমাকে গরম করব।

0 Reviews