Read more
তারপরই ভীষণ ক্রুদ্ধ চিৎকার করে চিমনি দিয়ে একটি মানুষের অর্ধেক শরীর
বেরিয়ে এসে মেঝের উপরে দাঁড়াল। তারপর সেই আধা দেহ চিৎকার করে বলল, ‘হাউ মাউ খাঁউ’।
ছোট ছেলে বলল, ‘কি বলতে চাও তুমি আস্তে বল’। আধা দেহ বলল, এতো খুব আস্তেই বলছি,
এবার তার গর্জন বাড়তে লাগল। মনে হল যেন বাজ বড়ছে। ঠিক সেই সময় বাকী অর্ধেক দেহ
চিমনি বেয়ে নিচে পড়ল। তা দেখে ছোট ছেলে বলে, ‘একটু দাঁড়াও, আগুনের আঁচটা আগে একটু
বাড়িয়ে দিই।
তারপর কথা বলা ও কাজের মাঝেই দেখল দুটি আধা দেহ জুড়ে এক বিশাল কুৎসিত মানুষ
তার পাশে বসে পড়েছে।
--ঠিক আছে বসছ বস। এ জন্য আমি কিছু বলব না। তার এ কথা শুনে কুৎসিত লোকটি
তাকে চাকা থেকে ফেলে দিয়ে সেখানে বসতে চাইল।
আমি এটা পছন্দ করছি না। এটা আমার বসার জায়গা। সরে বস এই বলে ছোট ছেলে
লোকটিকে জোরে ধাক্কা দিল। লোকটা পিছনে পড়ে আগের জায়গায় গিয়ে বসল। আর সেই সময় চিমনি
দিয়ে নেমে এল আরো অনেকগুলো বীভৎস লোক। যারা নিয়ে এসেছে দুটি মাথার খুলি আর ন’টা
লম্বা উরুর হাড়। এসেই তারা সেগুলি সাজিয়ে ফেলল আর নয় পিনের খেলা আরম্ভ করল
খুলিগুলো দিয়ে। এ সব দেখে ছেলেটিরও খেলার ইচ্ছে হল। সে বলল, আমিও খেলব।
0 Reviews