রাজা এ কথা শুনে যেমন বিস্মিত তেমনি খুশি হলেন।

রাজা এ কথা শুনে যেমন বিস্মিত তেমনি খুশি হলেন।

Author:
Price:

Read more

রাজা এ কথা শুনে যেমন বিস্মিত তেমনি খুশি হলেন। বললেন রাতটা কেমন কাটল।
--খুব ভাল। খুবই ভালভাবে কেটেছে। তবে শিউরে ওঠা আমি শিখতে পারিনি। শিহরন কাকে বলে আমি জানতে পারিনি।
এটা ভালই হয়েছে। একটা রাত যখন ভালভাবে কেটেছে তখন আশাকরি বাকী দুটো রাত ভালভাবেই কাটবে। রাজা বললেন, ছোট ছেলে এবার সরাইখানায় মালিকের কাছে ফিরে লে। তাকে জীবন্ত দেখে সরাইখানার মালিক বলল, আমি ভাবতে পারিনি তুমি বেঁচে ফিরে আসবে। যাই হোক তুমি কি শিউরে উঠা শিখতে পেরেছ?
--না, সেটা শেখা হয়ে ওঠেনি, উঃ কেউ যদি সেটা আমায় শিখিয়ে দিত...।
রাত্রি হলেই সে আবার দুর্গে গিয়ে হাজির হল। তারপর আগুন জ্বালিয়ে চাকার উপরে বসে তার পুরানো গান আরম্ভ করল। ‘আমি যদি শিউরে উঠতে পারতাম....’।
এভাবেই গান গেয়ে বেশ কাটছিল। গোলমালটা আরম্ভ হল ঠিক মাঝরাতে। প্রথমে ছোট খাটো হুঙ্কার আর গর্জন সমুদ্রের জলরবের মতো একটু একটু করে বাড়তে লাগল। তারপর এক সময় সেটা একটু থামল আর...।

0 Reviews