Read more
এভাবে
সব কুকুর বিড়াল শেষ হবার পর সে আগুনটা উসকে দিয়ে নিজেকে গরম করার জন্য তাকের উপর
বসল। আর কিছুক্ষণের মধ্যে তার চোখ ঘুমে জড়িয়ে আসতে লাগল। সে চারদিকে শোয়ার জন্য
কিছু আছে কি না খুঁজতে গিয়ে দেখল ঘরের কোণে একটি সুন্দর পালঙ্ক তাতে সুন্দর বিছানা
করা আছে। সে সেখানে গিয়ে শুয়ে পড়ল। যখন সে সবে চোখ দুটি বন্ধ করেছে তখন পালঙ্কটা
নিজে নিজেই ভেসে বেড়াতে লাগল এবং দুর্গের প্রতি ঘরে ঘরে ঘুড়তে লাগল।
ছোট
ছেলে বলে উঠল, ওহঃ, এই ব্যাপার, তা ব্যাপারটি বেশ মজার। যদিও তখন পালঙ্কটি ছয়
ঘোড়ায় টানা গাড়ির মত বেগে বন্ বন্ করে ঘুরতে শুরু করেছিল। কখনো পালঙ্কটি সেই
বেগে উপরে ওঠে, যার ইচ্ছা সে এই পালঙ্কে ঘুমাক। এই বলে সে পালঙ্ক থেকে বালিশ, তোষক
আগুনে ছুঁড়ে ফেলতে লাগল। আর তখনি সে ধপ্ করে আগুনের পাশে পড়ল। তারপর আর কি চাকায়
উঠে তোফা ঘুম। সকালে রাজা এলেন দূর্গে। দেখলেন তরুণটি মেঝেতে চাকার উপর পড়ে আছে।
আহারে বেচারা তাহলে মরে গেছে—রাজা ভাবলেন, এটা খুবই খারাপ হল। একজন সরল, সৎ তরুণ
এভাবে মরে গেল। রাজার শেষ চিন্তাগুলো মুখ দিয়েও বেরিয়ে এল। আর এ কথা শুনেই ছোট
ছেলে তড়াক করে লাফিয়ে উঠে বলল, না রাজামশাই মৃত্যু আমার এখনো আসেনি।
0 Reviews