Read more
ধীরে বন্ধু ধীরে,
নিশ্চিত না হযে কোন কথা বল না। আমি তোমার মতই শক্তিমান হয়তো বা তোমার চেয়েও বেশি।
খুব ভাল কথা। তাহলে সেটার পরীক্ষা হয়ে যাক। তুমি যদি আমার চেয়ে বলবান হও তাহলে
তোমাকে নিঃশর্তে ছেড়ে দেব। চল দেখা যাক কে শক্তিশালী। এই বলে লোকটি তাকে অন্ধকার
এক এদোঁ পথ বেয়ে এক কামারশালায় হাপরের কাছে নিয়ে গেল। সেখানে সে নিমেষে তৈরি করল
একটা কুঠার আর তা দিয়ে কামারশালার নেহাইটাকে টুকরো করে ফেলল।
তাই দেখে ছেলেটি বলল – এ
কাজ আমি আরো ভালভাবে করতে পারি।
সে আরেকটা হাপরের কাছে
গেল, কুঠার তৈরি করল। নেহাইটাকে এক আঘাতে মসৃণভাবে টুকরো করল। টুকরো করার সময়
কুঠারের ছোঁয়ায় সাদা প্রেতের অর্ধেকটা দাড়িও কেটে টুকরো হয়ে পড়লো।
সাদা দাড়ি বুড়ো গড়াতে
গড়াতে প্রাণ ভিক্ষা করে বলল, আমাকে প্রাণে না মেরে আমাকে ছেড়ে দিলে আমি তোমাকে
প্রাসাদে গচ্ছিত করে রাখব অফুরন্ত ধন ভান্ডারের সন্ধান দেব। সবই তোমার হবে।
ছেলেটি তাকে তখন ছেড়ে
দিল। আর সাদা দাড়ি বুড়ো তাকে নিয়ে গেল দুর্গের গোপন রত্নভান্ডারে। যেখানে বড় বড়
সিন্দুক, সোনা, মানিক, জহরতে ভর্তি।
0 Reviews