Read more
সাদা দাড়ি বুড়ো বলল, এ
সব ধনরত্ন তিন ভাগ করব। এক ভাগ গরীবদের বিলিয়ে দেব। এক ভাগ রাজাকে দেবে। বাকী অংশ
তুমি নেবে। বিদায়। অদৃশ্য হয়ে গেল বুড়ো। ছেলেটি দেখল অন্ধকার ধনভান্ডারে সে একা
কোন রকমে পথ হাঁতড়ে সে আগুন জ্বালা ঘরে এসে আগুনের পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন
সকালে রাজা এসে প্রথমেই বললেন এবার নিশ্চই তুমি শিহরন কাকে বলে শিখে গেছ।
না সেটা শিখতে পারলাম
না। আমার মৃত ভাই এসেছিল। তার পর লম্বা দাড়িওয়ালা লোক মাটির একটা ঘরে আমাকে অনেক
ধনরত্ন ভরা সিন্দুক দেখিয়ে দিয়েছে। কিন্তু কেউ শিউরে ওঠা শেখাতে পারেনি।
রাজা বললেন, এখন থেকে
তুমিই এই দুর্গের মালিক। আর তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে?
সেটা খুব ভালই হবে। তবে
এখনো আমি শিহরন কি শিখতে পারনাম না?
তারপর আর কি সেই ছোট
ছেলে এখন রাজার জামাই। আবার রাজার ছেলে ছিল না বলে সেই হল যুবরাজ। রাজকন্যা তো তার
স্বামীরে খুবই ভালবাসে। যুবরাজও তার নতুন রানীকে। কিন্তু তবু তার মাঝে অশান্তি।
যুবরাজ হয়েও তার শিউরে ওঠা শেখা চাই। কিন্তু শেখাবে কে?
0 Reviews