এ সব দেখে রাজকন্যারও মন খারাপ।

এ সব দেখে রাজকন্যারও মন খারাপ।

Author:
Price:

Read more

এ সব দেখে রাজকন্যারও মন খারাপ। তখন রাজকন্যার এক দাসী ছিল তার কানে এর পরামর্শ। সেটা ছিল ভীষণ শীতের দিন। পরামর্শ মত প্রাসাদের বাগানের ঝর্ণা থেকে এক বালতি জল আনা হল। বালতি ভর্তি ছিল ছোট ছোট মাছে। যুবরাজ যখন ঘুমোচ্ছেন তখন তার গা থেকে চাদর সরিয়ে নিয়ে আস্তে আস্তে গায়ের সোনা রূপার তৈরি পোশাকটা খুলে ফেললেন। আর সেই ঠান্ডা কন কনে মাছ ভর্তি জল রাজপুত্রের গায়ে ঢেলে দিল। মাছগুলো রাজপুত্রের সারা শরীরে পিছলে বেড়াতে লাগল।

রাজপুত্র ঘুমের ঘোরে শিউরে উঠলেন। তাঁর ঘুম ভেঙে গেল। লাফিয়ে উঠে বললেন, আমার শরীর শিউরে উঠল কেন? আমার মিষ্টি বৌ কে আমায় শিহরণ জাগাল? হ্যাঁ, এখন আমি শিউরে ওঠার মানে বুঝতে পেরেছি। আমি সুখি এবং খুশি।

0 Reviews