Read more
ভবঘুরে
বদমাইশের দল
অচেনা এক
ভবঘুরে বদমাইশেরদল
ভাল মানুষের
করলো ক্ষতি, করে নানা ছল
সে দিন সাত সকালে
মোরগটা মুরগীকে ডেকে বলল, বাদামগুলো এখন সব পেকে উঠেছে। তাড়াতাড়ি চল পাহাড়ে যাই আর
কাঠবিড়াল সেগুলো শেষ করারআগেই আমরা যতটা পারি খাই। ঠিকই বলেছ, মুরগী বলল, চল আমরা
পাহাড়ে যাই। অতএব তারা দু’জনে পাহাড়ে গিয়ে সন্ধ্যা ঘনিয়ে না আসা পর্যন্ত যতটা পারল
তত বাদাম পেট পুরে খেল। কিন্তু তারা বেশি খাওয়ার জন্য সমস্যায় পড়ল। মুরগীর আর
হাঁটার ক্ষমতা থাকল না। তা এখন বাসায় ফিরব কি করে।
মোরগ আর কি করে ফেলে
দেওয়া বাদামের খোলা দিয়ে একটা গাড়ি বানাল। মুরগী চটপট তাতে চেপে বসল। সমস্যা হল
গাড়ি টানবে কে?
পেটুকের মত অত না
খেতেই পারত। দয়া করে আমি তোমার কোচোয়ান হয়ে গাড়ি চালাতে পারি। কিন্তু গাড়ি টানা
কখনই না।
মুরগী বলল, তুমি আমাকে
এনেছ, তোমাকেই গাড়ি টানতে হবে।
0 Reviews