আরম্ভ হত তাদের ঝগড়া

আরম্ভ হত তাদের ঝগড়া

Author:
Price:

Read more

আরম্ভ হত তাদের ঝগড়া। সেই সময় একটা পাতি হাঁস চিৎকার করে বলে উঠল। চোরের দল কে তোদের আমার এই পাদাম পাহাড়ে আসতে দিল। দাঁড়া এক্ষুনি মজা দেখাচ্ছি। এই বলে সে তার চওড়া ঠোঁট নিয়ে মোরগের দিকে তেড়ে গেল। মোরগটাও ভীতু ছিল না। সেও প্রচন্ডভাবে হাঁসকে আক্রমণ করলো। তারপর পাতিহাঁসকে আঘাত করে কাবু করে ফেলল। পাতিহাঁস ক্ষমা চেয়ে নেওয়ায় প্রাণে বেঁচে গেল। তার শাস্তি হল মুরগীর গাড়ীটা টানা। মোড়গ গিয়ে বসল কোচয়ানের আসনে, হাঁস গাড়ী টেনে নিয়ে যেতে লাগল। মোরগ থেকে থেকে চিৎকার করতে লাগল, তাড়াতাড়ি টান হতচ্ছাড়া হাঁস, তাড়াতাড়ি।
অর্ধেক রাস্তা যাওয়ার পর তারা দু’জন পথিকের দেখা পেল। একজন আলপিন আর একজন সূচ। আর তাদের দেখতে পেয়ে থামল আর বলল এই অন্ধকারে তারা আর সেলাই করতে পারবে না। রাস্তা এত নোংরা যে তারা আর এক পাও এগোতে পারবে না। দরজির বাড়িতে সরবৎ খেতে খেতে তার দেরী করে ফেলেছে। অতএব তাদের গড়িতে তুলে নেওয়া হোক।

মোরগ দেখল লোক দুটি খুবই পাতলা। গাড়ীতে বেশি জায়গা নেবে না। অতএব সে তাদের গাড়ীতে তুলে নিল। তবে তার আগে সে তাদের দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিল তারা মুরগী এবং তার সাথে কোন রকম প্রতারণা করবে না।

0 Reviews