Read more
রাত্রের অন্ধকারে
তাদের গাড়ি এক সরাইখানার সামনে এসে দাঁড়াল। হাঁসের পা এত বেশি জখম হয়েছে যে এই অন্ধকারে
আর গাড়ী টানা সম্ভব নয়। তখন তারা একে একে সরাইখানায় ঢুকে পড়ল। সরাইখানার মালিক
প্রথমে বাধা দিল। কোন ঘর খালি নেই বলে বারবার জানাল। কিন্তু কে কার কথা শোনে।
গাড়ির যাত্রীরা প্রত্যেকেই সরাইখানার মালিককে নানান উপদেশবাক্য শোনাল। আশ্রয় দেওয়া
যে পূণ্যের ব্যাপার সেটা বোঝাল। তারপর শপথ করে বলল মুরগী রাস্তায় যে ডিমগুলো
দিয়েছে সব তার হবে। হাঁস রাত্রে যে ডিমটা পারবে সেটাও সরাইখানার মালিকই পাবে। তখন
সরাইখানার মালিক বলল তারা রাতটার মত থাকতে পারবে।
ব্যাস, আর তাদের পায়
কে। ইচ্ছে মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারা ঘুমাতে গেল।
ভোরে যখন সবাই
ঘুমাচ্ছে তখন তারা ঘটাল শয়তানী কান্ড। তখন বেশ অন্ধকার। মোরগ মুরগীকে ডেকে ঘুম
ভাঙাল। তারপর দু’জনে ডিমগুলো এনে ভেঙে খেয়ে ফেলল। খোলাগুলো ফেলল উনানের ভিতর।
তারপর ঘুমন্ত সূঁচের কাছে গেল। তার ঘাড় ধরে তুলে তাকে সরাইখানার মালিকের চেয়ারে
বসিয়ে রাখল। এভাবে আলপিন তার মুখ মোছার তোয়ালের মধ্যে রেখে দিল। তারপর ঘর থেকে
বেরিয়ে উড়ে দূরে চলে যেতে লাগল। পাতিহাঁস তো বাইরে লনের ঘাসের উপর শুয়ে পড়ল। সে
তার উপর মোরগ আর মুরগীকে উড়ে যেতে বুঝতে পারল কান্ড একটা কিছু ঘটেছে। সেও তাড়াতাড়ি
মাঠ পেরিয়ে সামনের নদীতে নেমে পড়ল। তারপর তাড়াতাড়ি পারে সাঁতার দিয়ে নিজের পাহাড়ের
দিকে যেতে লাগল।
0 Reviews