কয়েক ঘন্টা পরে সরাইখানায় মালিক তার পালকের বিছানা থেকে ঘুম ভেঙে উঠল।

কয়েক ঘন্টা পরে সরাইখানায় মালিক তার পালকের বিছানা থেকে ঘুম ভেঙে উঠল।

Author:
Price:

Read more

কয়েক ঘন্টা পরে সরাইখানায় মালিক তার পালকের বিছানা থেকে ঘুম ভেঙে উঠল। তারপর মুখ ধুয়ে মুখ মোছার জন্য তোয়ালেটা তুলে নিল। মুখ মুছতে যেতেই আলপিনে তার গাল কেটে গেল। এক কান থেকে আর এক কান পর্যন্ত চিরে রক্ত বেরোতে লাগল।
সে দৌড়ে ঘরে গেল উনুন জ্বালিয়ে গরম জল করে কেটে যাওয়া জায়গা ধুয়ে ওষুধ লাগাবার জন্য। কিন্তু সেখানেও বিপত্তি। আগুল জ্বালাতেই উনুন থেকে ডিমের খোসা ছিটকে এলো তার চোখে খোঁচা দিল। আর সকাল থেকে এ সব হচ্ছেটা কি? চিৎকার করে উঠল আর বসার ঘরে এসে যেই তার চেয়ারে বসে পড়ল। আর বসার সাথে সাথে চিৎকার করে লাফিয়ে উঠল। সুঁচটা তার পিছনে মারাত্মক খোঁচা দিয়েছে।

এবার রাগে সে একেবারে অন্ধ হয়ে গেল। সে তার অতিথিদের বদমায়েশি বুঝতে পারল। সে তাদের সর্বত্র খুঁজেও খুঁজে পেল না। রাত্রে যাদের আশ্রয় দিয়েছিল তারা সব পালিয়ে গেছে। তখন সে প্রতিজ্ঞা করলো আর কোন দিন অচেনা ভবঘুরে বদমাইশদের ঠাঁই দেবে না। কারণ তারা আতিথেয়তার জন্য কোন দাম দেয়নি। এমনকী ধন্যবাদ পর্যন্ত না দিয়ে তার ক্ষতি করে পালিয়েছে।

0 Reviews