মেয়েটি প্রত্যেকটি ডিস থেকে এক টুকরো করে খাবার খেল।

মেয়েটি প্রত্যেকটি ডিস থেকে এক টুকরো করে খাবার খেল।

Author:
Price:

Read more

মেয়েটি প্রত্যেকটি ডিস থেকে এক টুকরো করে খাবার খেল। প্রত্যেক পেয়ালা থেকে এক চুমুক করে পান করল। তারপর সাত নম্বর পেয়ালায় আংটিটি ফেলে রেখে দিল। তার মা বাবার স্মারক চিহ্ন।
কিছুক্ষণ পরে আকাশে ডানা ঝাপটানোর আওয়াজ পেল। কাকের কা কা আওয়াজও শোনা গেল। বেঁটে বামনটি এসে বলল – আমার প্রভুরা ঘরে ফিরে আসছেন।
এ কথা শুনে বোন লুকিয়ে পড়ল। ফিরে এসেই তারা খাদ্য পানীয় নিয়ে বসে গেল।
প্রত্যেকে নিজের নিজের প্লেটে আর পেয়ালার সামনে বসে একে অপরকে বলতে লাগল আমার প্লেট থেকে কে এক টুকরো খাবার খেয়েছে – আমার পেয়ালা থেকে এক চুমুক পাণীয় পাণ করেছে। এগুলো কোন মানুষেরই কাজ।
তারপর সাত নম্বর কাক যখন তার পেয়ালা শেষ করে ফেলেছে তখন দেখল সেখানে একটা আংটি। আংটি ঠোঁটে করে তুলে নিয়ে সে চিনতে পারল এটা তাদের মা বাবার আংটি। তখন সে চিৎকার করে বলল – ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। আমাদের বোন নিশ্চয় একানে এসেছে। কারণ এই আংটি মা বাবার। এবার আমরা মুক্তি পাব।

বোন যে এতক্ষণ আড়ালে লুকিয়েছিল এ কথা শুনেই কাকদের সামনে এসে দাঁড়াল। অমনি সব কাক মানুষের আকৃতি ফিরে পেল। তারপর তারা তাদের বোনকে জড়িয়ে ধরল। আদর করে চুমোয় ভরিয়ে দিল। এরপর তারা একসাথে বাড়ি ফিরে এল।

0 Reviews