Read more
সাতমার দরজির গল্প
এক চাপড়ে সাত সাবাড় করলে তুমি
বুদ্ধি আর ভাগ্য বলে জিতলে রাজ্যভূমি
রাজাহলে কেমন করে যে গল্প তোমার
বোকা না চালাক তুমি শ্রোতারা করুক বিচার।
গল্পটা এক ছোট
দরজির। এক গ্রীষ্মের সকালে একমনে সেলাই করে যাচ্ছিল। সেই সময় রাস্তা দিয়ে এক বুড়ি ফেরীওয়ালী
হাঁক দিয়ে যাচ্ছিল—জ্যাম জেলি চাই গো, জ্যাম জেলি। ঘরে তৈরি ভাল জ্যাম-জেলি।
বুড়ির ডাক দরজি
ভায়ার খুব ভাল লাগল। সে তার সেলাই করার জন্য ঝুঁকে থাকা মাথা উপরে তুলে বুড়িকে
ডাকল – ও ভাল মানুষ মেয়ে, আমার কাছে এসে তোমার পসরা দেখাও।
বুড়ি তিন চার ধাপ
সিঁড়ি চড়ে মাথার ভাড়ী ঝুড়ির বোঝা নিয়ে দরজির ঘরে ঢুকে ঝুড়ি নামাল। তারপর ঝুড়ি থেকে
এক এক করে জ্যাম-জেলির বোতল বার করে সেগুলির ঢাকনা খুলে দেখাতে লাগল। দরজি সব
জ্যাম-জেলির বোতল গুলো তুলে ধরে দেখল। সেগুলোর গন্ধ শুঁকলো, তারপর একটা বোতল
দেখিয়ে বলল – এটাই মনে হয় সবচেয়ে ভাল। তা এই বোতল থেকেই আমাকে আধ কেজি জেলি দাও।
বুড়ি ডাক শুনে
ভেবেছিল খুব ভাল খদ্দের। তার বিক্রি খুব ভাল হবে মাত্র আধ কেজি শুনে নিজের মনে
গজরাতে লাগলো। খুব অখুশি হয়েই আধ কেজি জেলি মেপে দিল।
--স্বর্গ থেকে
আশীর্বাদ স্বরূপ এই জেলিটা এসেছে। যা আমাকে নতুন করে উদ্যম দেবে। বুড়ি চলে যেতেই
দরজি নিজের মনে এ কথা বলে আলমারি থেকে রুটি বার করে তার থেকে একটুকরো কেটে নিল। সব
জেলিটা পুরো রুটির উপর মাখিয়ে রেখে দিল। মনে মনে ভাবল জেলিতে ভিজলে রুটির স্বাদটা
আরো ভাল হবে ততক্ষণে হাতের কাজটা সেরে ফেলি। এ সব ভেবে সে আবার সেলাইয়ে মন দিল।
0 Reviews