Read more
তারপর সে পৌঁছাল দুষ্টু-মিষ্টি সব তারাদের
কাছে। ছোট ছোট সব তারারা ছোট ছোট আসনে বসে আছে আর মিট মিট করছে। তাকে দেখেই বলল –
এসো এসো। দাদাদের তুমি নিশ্চয় খুঁজে পাবে। একটি ভাল তারা তাকে একটা দন্ড দিয়ে বলল –
এটা রাখো। এটা না হলে তোমার দাদারা যে কাচের দুর্গে থাকে তার দরজা খুলবে কি করে।
সে দন্ডটি নিয়ে ভাল করে ওড়না দিয়ে মুড়ে নিল।
এখন সে আশার আলো দেখতে পেল। জানতে পেরেছে
দাদারা আছে কাচের দূর্গে। একদিন হাটতে হাটতেই কাচের দুর্গে পৌঁছে গেল। তারপর সে
দুর্গের দরজার কাছে দাঁড়িয়ে সেটা খোলার জন্য ওড়না খুলে দন্ড বার করতে গিয়ে দেখল
সেটা নেই। পথ হাঁটতে হাঁটতে সেটা কোথায় পড়ে গেছে কে জানে। এখন এই দরজা খুলবে কি
করে। দুর্গের দরজা খোলার জন্য তো তার কাছে কোন চাবি নেই। সে হতাশ হয়ে দরজায় হাত
ঠেকিয়ে যেই বসতে গেছে অমনি ছোট্ট ভাল তারাটি সামান্য ঝুঁকে তার আঙ্গুল দিয়ে দরজাটা
ছুঁয়ে দিল। দরজাটাও অমনি খুলে গেল।
খোলা দরজা পেয়ে বোনটি যেই তার মধ্যে প্রবেশ
করল তখনই একটা বেঁটে বামন তার সামনে এসে বলল – ‘বাছা এখানে তোমার কি চাই’।
--আমি আমার সাত দাদা – সাতটি কাককে খুঁজে
বার করতে চাই। মেয়েটি বলল।
--আমার প্রভু কাকেরা বাড়িতে নেই। তবে তুমি
যদি তাদের ফিরে আসার জন্য অপেক্ষা করতে রাজি থাক তবে বসে পড়। বেঁটে বামন উত্তর
দিল।
এরপর বেঁটে বামন সেই ঘরে সাতটি প্লেটে করে
কাকের জন্য খাবার রাখল। সাতটি পেয়ালায় তাদের জন্য পাণীয় রেখে ঘর থেকে বেড়িয়ে চলে
গেল।
0 Reviews