Read more
তবু ছোট দরজি
সাহসীর মত দৈত্যের কাছে হেঁটে গিয়ে বলল—সুপ্রভাত বন্ধু। আমার মনে হয় এখানে বসে
পৃথিবীটাকে তুমি একটা ফিতের মত দেখছ। আমি আমার সৌভাগ্যের সন্ধানে পথে বেরিয়েছি।
তুমি কি আমার সাথি হবে?
--এই ভবঘুরে।
হতভাগা তোর সাহস তো মন্দ নয়। দৈত্য রেগে দরজিকে বলল।
--তা হতে পারে।
দরজি উত্তর দিল। তবে তার আগে জানা উচিত আমি কি ধরনের লোক। এই বলে সে তার কোটের
বোতাম খুলে কোমর বন্ধনীটা দেখাল।
দৈত্য পড়ে দেখল
সেখানে লেখা – ‘এক থাপ্পড়ে সাত সাবাড়’। এটা পড়ে দৈত্য ভাবল লোকটা তাহলে বেশ বলবান।
তবু একটু বাজিয়ে নেওয়া দরকার। এই ভেবে সে একটা পাথর তুলে নিল। তারপর সেটা হাতের
মুঠোয় পিষে তা থেকে জল বার করে ফেলে দরজিকে বলল – এ রকম করতে পারলে করে দেখাও।
হ্যাঁ, যদি তোমার সে রকম শক্তি থাকে।
--দূর এটা কোন
কাজ নাকি। এটা তো আমার কাছে ছেলে খেলা। এই বলে দরজি তার কোটের পকেট থেকে চীজের
টুকরোটা হাতের মুঠোর মধ্যে নিয়ে পিষতে লাগল যতক্ষণ না পর্যন্ত সেটা ঘোল হয়ে ঝরে
পড়তে লাগল।
এরপর দরজি বলল—তোমার
চেয়ে কাজটা অমি ভালভাবে করতে পেরেছি সেটা বুঝতে পারছ নিশ্চয়ই।
দৈত্যটা বুঝতে
পারল না সে কি বলবে। এইটুকু ছোট মানুষ কি কান্ডটাই না ঘটাল। তখন সে একটা পাথর তুলে নিয়ে উপরের দিকে
ছুঁড়ল। পাথরটা এত উঁচুতে উঠল যে সেটা খালি চোখে আর দেখাই গেল না। -- এই মানুষের
পো, এবার এ রকম পাথর ছুঁড়ে দেকা। দৈত্য বলল।
0 Reviews