Read more
--তা বেশ ভালই
ছুঁড়েছ। তবে তোমার ছোঁড়া পাথর তো এখুনি মাটিতে এসে পড়বে। কিন্তু আমি যে পাথরটা
ছুঁড়ব সেটা আর কোনদিনই মাটিতে এসে পনবে না। এই বলে দরজি তার পকেট থেকে পাখিটাকে
পকেট থেকে বার করে বাতাসে উঁচু করে ছুঁড়ে দিল।
পাখিটা বন্দীদশা
থেকে মুক্তি পেয়ে আরও উপরের দিকে উঠে উঠে দূরে মিলিয়ে গেল। তা বন্ধু আমার এই পাথর
ছোঁড়া কি তোমাকে খুশি করেছে। দরজি ব্যাঙ্গ করে বলল।
--হ্যাঁ, পাথর
তুমি বেশ ভালই ছুঁড়তে পার দেখছি। দৈত্য বলল, এখন দেখি তুমি কত বেশি ভার বইতে পার।
এ কথা বলার পরই
দৈত্য একটা বিরাট ওগ গাছ উপড়ে ফেলল। সেটা পাহাড়ের নিচেই সমতলভূমিতে ছিল।
--তুমি যদি
সত্যিই বলশালী হও তবে এই গাছটা আমাকে জঙ্গলের বাইরে নিয়ে যেতে সাহায্য কর। দৈত্য
বলল।
--আনন্দের সাথে
আমি তোমাকে সাহায্য করব। দরজি বলল। তুমি গাছের গুঁড়িটা তোমার কাঁধে নিয়ে সামনে থাক
আমি পেছনে থেকে গাছের শাখা-প্রশাখা সব তুলে ধরছি। কারণ এই দিকটাই তো সবচেয়ে ভারী।
দরজি এ কথা বলার
পর দৈত্য গাছের গুড়িটা তার কাঁধে তুলে নিল আর মনে মনে ভাবল বলবান হলেও দরজি খুব
বোকা। দরজি এবার গাছের ডালপালার মধ্যে চেপে বসল। দৈত্য তাকে ঘাড় ঘুড়িয়ে দেখার
অবকাশও পেল না। সে বাধ্য হল গাছটা দরজি সহ টেনে নিয়ে যেতে। দরজি তো গান গাইতে গাতে
আনন্দের সঙ্গে যাচ্ছে। আর দৈত্য ভাবছে ব্যাটা কি শয়তান। তার কোন কষ্ট হচ্ছে না।
আমি হাঁপিয়ে উঠেছি। সে ঘেমে নেয়ে উঠেছিল। আরো কিছুদূর যেয়ে পরিশ্রান্ত দৈত্য দরজির
গান শুনে ক্ষিপ্ত হয়ে গেল তারপর চিৎকার করে বলল – শুনতে পাচ্ছিস কি? আমি আর এটা
বইতে পারছি না। কাঁধ থেকে নামিয়ে দিচ্ছি।
0 Reviews