সাত কাকের গল্প

সাত কাকের গল্প

Author:
Price:

Read more

সাত কাকের গল্প

সাত ভাইয়ের এক বোন যখন জন্মাল
ভাই কটি তারপর কাক হয়ে গেল
ধীরে ধীরে বাড়ে বোন যেন চাঁপার কলি
ধৈর্য ধরে শোন এবার তাদের গল্প বলি।

সে কোন এক গ্রামে একজন লোক বাস করত। তার ছিল সাত ছেলে। কোন মেয়ে ছিল না বলে তার মনে খুব দুঃখ। অবশেষে তার বৌ তাকে বলল সে আর একটি সন্তান উপহার দেবে। অবশেষে সেই সন্তান জন্ম লি। আর সেই সন্তান হল একটি মেয়ে। ঘরে তো আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু শিশুটি ছিল খুবই দুর্বল, রোগা আর ছোট্ট। দিন দিন সে আরো রোগা হয়ে যেতে লাগল। মনে হতে লাগল সে যে কোন সময় মারা যাবে। তাই মেয়ের বাবা ভাবল মেয়েটির এখনই ব্যাপটাইজ করা দরকার। ব্যাপটাইজ করার আগে মারা গেলে ঈশ্বর ক্ষমা করবেন না। তাই সে সাত ছেলের একজনকে ডেকে গির্জার কুয়ো থেকে পবিত্র জল আনতে বলল। সাত ভাই হাতে একটা কর পাত্র নিয়ে দৌড়ে গেল কুয়োতে জল আনতে। উৎসাহের আতিশয্যে এবং কে আগে জল নেবে সেই হুড়োহুড়িতে সাতটা পাত্রই কুয়োর মধ্যে পড়ে গেল। তারা কি করবে বুঝতে না পেরে হাঁ করে দাঁড়িয়ে থাকল। এভাবেই অনেক সময় কেটে গেল। ছেলেরা আসছে না দেখে বাবা তো একটু একটু রেগে যাচ্ছে। কারণ মেয়ের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। বদমাশগুলো বোধ হয় কোথাও খেলতে খেলতে জল আনার কথাই ভুলে গেছে। তারপর রাগে তার দিয়ে বেরিয়ে এল—যেমন তোরা জল আনতে ভুলে গেলি তেমনি তোরা কাক হয়ে যা। তার মুখে এই কথা বেরোন মাত্রই সাত ছেলে কালো সাতটা দাঁড়কাক হয়ে এসে মা বাবার মাথার উপর চিৎকার করতে লাগল। মা বাবা অনুতাপে ভাবতে লাগলো এ কী করলাম। আমাদের আর একটাও ছেলে থাকল না। তা দাঁড় কাক সাতটা কোথায় উড়ে চলে গেল। এদিকে ঘটল আর এক আশ্চর্য ঘটনা। ছেলেগুলো কাক হয়ে উড়ে যাওয়ার পর থেকেই মেয়েটি সুস্থ হতে লাগল। 

0 Reviews