জেলে চেঁচিয়ে এ কথা বলল।

জেলে চেঁচিয়ে এ কথা বলল।

Author:
Price:

Read more

--পরদিন সকালে ইসাবেল ঘুম থেকে উঠে জানলা দিয়ে তাকিয়ে দুরের সব দিগন্ত জোড়া মাঠ আর শস্য খেতে দেখছিল। আরো দুর দেশের রানির নামে জয়ধ্বনি দিতে দিতে কিছু লোক পেরিয়ে যাচ্ছিল। এ সব দেখে ইসাবেল জেলেকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলে বলল জানলার কাছে এসে চেয়ে দেখ। আমি এই দিগন্ত জোড়া রাজ্যের রানি হতে পারি না? যাও তোমার রাঘব বোয়ালের কাছে আমাকে রানি করে দিতে বল। তুমি তাহলে রাজা হবে।
--আঃ, তুমি যে কি সব যা তা বল। জেলের ছেলে আমি রাজা হবার সাধ নেই। জেলে বিরক্ত হয়ে বলল।
--তোমার ইচ্ছে অনিচ্ছেয় কিছু এসে যায় না। আমি চাইছি তাই তুমি এখুনি যাবে।
বেচারা জেলে রাগে গজ গজ করতে করতে সমুদ্রের তীরে এসে হাজির হল। সমুদ্রের জলে উত্তাল ঢেউ উঠেছিল। জলের রং ঘন কালো আর সেখান থেকে দুর্গন্ধ ভেসে আসছিল। তবু জেলে সমুদ্রের তীরে দাঁড়িয়ে রাঘব বোয়ালকে আবার ডাকল।
রাঘব বোয়াল এসেই বলল – এবার সে কি চাইছে?
--সে ... রানি হতে চাইছে। জেলে আমতা আমতা করে বলল।
--যাও বাড়ি যাও। সে ইতিমধ্যে রানি হয়ে গেছে। বলেই বোয়াল চলে গেল।
জেলে তার দুর্গের কাছে ফিরে এসে দেখল সেটা আরো বড় হয়ে গেছে। তার চারপাশে বড় বড় পাহাড়মঞ্চ। বড় বড় গম্বুজওয়ালা মিনার। চারপাশে সৈন্য সামন্ত ঘুরে বেড়াচ্ছে। ভেরী শিঙ্গা এ সব বাজছে। বাড়ির মধ্যে ঢুকে সে দেখল সব কিছুই মার্বেল পাথর দিয়ে গাঁথা। আসবাবপত্র সব সোনার। কোষাগারে বড় বড় সিন্দুক সোনা দানা মণি-মাণিক্য ভরপুর।
দরবার হলে গিয়ে দেখল তার জেলেনী বৌ ইসাবেল সোনা আর হীরে দিয়ে তৈরি সিংহাসনে সোনার মুকুট মাথায় দিয়ে বসে আছে। তার চারপাশে সুন্দরী মেয়েরা তার রক্ষী। কেউ মাথায় পাখার বাতাস করছে। সভায় সভাসদেরা বসে আছে। জেলে অবাক হয়ে দেখছিল আর দেখছিল।
তারপর একসময় এগিয়ে বলল – রানি হয়ে এখন তোমার বেশ হালছে নিশ্চয়। তোমার আর চাওয়ার কিছু থাকল না।
--না আমি আর অপেক্ষা করব। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমি রানি। কিন্তু সর্বোচ্চ ধর্মগুরু পোপ হতে চাই। কারণ পোপের সামনে রাজা-রানিরাও হাঁটু মুড়ে বসে থাকে। যাও সেই রাঘব বোয়ালকে গিয়ে এ কথা জানাও। রানি বলে উঠল।

--না তুমি পোপ হতে পার না। এ অসম্ভব অন্যায় আব্দার। রাঘব বোয়ালও তোমাকে পোপ করতে পারবে না। জেলে চেঁচিয়ে এ কথা বলল।

0 Reviews