Read more
--যা বলছি কর। যাও বোয়ালের কাছে দুর্গ
চাইলেই সে দেবে।
--না, তুমি যা ভাবছ তা নাও হতে পারে। প্রথমে
চাওয়ার পর সে আমাদের বাড়ি দিয়েছে। আবার চাইলে রেগে যেতে পারে।
--না সে কিছু মনে করবে না। আমার মনে হয় আমরা
যা চাইব সে তাই খুশি মনে দেবে। যাও না চেষ্টা করে দেখ।
বেচারা জেলে আর কি করে। সে সমুদ্রের তীরে
এসে দাঁড়াল। সে সময় আকাশ ছিল মেঘাচ্ছন্ন আর সমুদ্রের জল ছিল নীল, কোথাও ঘন কালো।
তবু সে রাঘব বোয়ালকে ডাকল—
রাঘব বোয়াল রাঘব বোয়াল জলদি এস ভাই
তোমাকে ডাকতে আবার কত লজ্জা পাই,
ইসাবেল লোভী বউ তারই কথায়
কষ্ট দিয়ে তোমাকে ডাকছি হেলায়।
রাঘব বোয়াল ডাক শুনেই সাঁতার কেটে হাজির।
--তা এবার তোমার কি চাই?
রাঘব বোয়ালের একথা শুনে জেলে ভয় পেয়ে বলল –
বৌ একটা শ্বেতপাথরের তৈরী প্রাসাদ আর দুর্গ চাইছে।
--যাও বাড়ি যাও। বাড়ি সামনে গিয়ে দেখ। বোয়াল বলল।
তা জেলে তো তার বাড়ির সামনে ফিরে এসে অবাক।
তার ঘরের জায়গায় এক বিশাল দুর্গ। তাকে ওভাবে দুর্গের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে
জেলেনী বাইরে এসে তার হাত ধরে তাকে ঘরের ভিতরে নিয়ে গেল। বলল এবার ভাল করে দেখ। কত
বিশাল সোনয় মোড়া চেয়ার টেবিল। কত দাস দাসী আমাদের সেবা করার জন্য হাজির। কত ঝাড়
লন্ঠন। আলোর রোশনাই। একটা ঘোড়ার আস্তাবল। কতগুলো ঘোড়া। খামার আর বাগানটাও কত বড়।
বাগানে হরিণ চরছে। আর কি চাই।
--জেলে বলল এ সব পেয়ে তুমি খুশি তো। নাকি
এগুলোও দু’দিন পরে তোমার আর ভাল লাগবে না, নতুন কিছু চাইবে। জেলের কথায় ব্যাঙ্গের
সুর ছিল।
0 Reviews