Read more
জেলে আর জেলেনী
সুখ সে তো মনের
ব্যাপার ধন সম্পদ নয়।
যত চাই তত পাই তবু সুখ
নাহি সয়
এ ভাবেই পেতে পেতে লোভ
বেড়ে যায়
পাওয়া সম্পদ সব শূন্যে
মিলায়।
কীভাবে এসব হয় সে ঘটনাই বলছি শোন। কোন এক
সময় এক জেলে আর তার বৌ সমুদ্রের ধারে এক ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত। জেলে প্রত্যেকদিন
সমুদ্রে মাছ ধরতে যেত। কোন দিন মাছ পেত, কোনদিন পেত না। তবু জেলে সুখি এবং খুশি
ছিল।
বাড়ির সামনে তার বৌ একটা সুন্দর শ্বেতপাথরের
বেঞ্চে জমকালো পোশাক পরে বসে আছে। তাকে দেখেই সে এসে তাকে ধরে বলল – এস চল ভিতরে,
দেখ কত সুন্দর।
--তারা ভিতরে গেল। জেলে দেখে ঘরের ভিতর কত
সুন্দর অগ্নিকুন্ড, রান্নাঘর, শোয়ার ঘর কত সুন্দর, তাতে দামি পালংক বিছানা করা,
খাবার দাবার পূর্ণ ভাঁড়ার ঘর। রান্না ঘরে কত রকমের বাসনপত্র—সবই বেশ মূল্যবান।
প্রত্যেকটি জিনিস বেশ ঝকঝকে।
বাড়ির পিছনে একটি বাগান যা সবজি, ফল ও ফুল
গাছে পরিপূর্ণ। আর আছে একটি খামার। সেখানে প্রচুর হাঁস, মুরগি আর দুধেল গাই।
--কি কেমন দেখছ বল। কত সুন্দর তাই না।
জেলেনী বলল।
--নিশ্চয় খুব ভাল। তুমি খুশি তো। তুমি তৃপ্ত
হলেই আমার সুখ। জেলে বলল।
--তুমি তাহলে আমার কথা ভাব। জেলেনী একথা
বলার পর তারা ভাল ভাল খাবার খেয়ে বিছানায় ঘুমোতে গেল।
এভাবে আট দশদিন কেটে গেল। একদিন জেলেনী বলল –
দেখ এই বাড়িটা আমার খুব ছোট মনে হচ্ছে। বাগান আর খামারটাও খুব ছোট। আমি একটা
মার্বেলে তৈরী পাথরের প্রাসাদ চাই। তুমি সেই রাঘর বোয়ালের কাছে যাও এবং ডেকে
আমাদের একটা দুর্গ নাও।
--তুমি কি যে বল। এই বাড়িটা যথেষ্ট ভাল।
আমাদের দুর্গ দিয়ে কি হবে? জেলে বলল।
0 Reviews