Read more
--আমি পোপ হতে চাই। এটা রানির আদেশ। তোমাকে
রাঘব বোয়ালের কাছে যেতেই হবে। আরো জোরে চেঁচিয়ে ইসাবেল বলল।
জেলে আর কি করে। ভারাক্রন্ত মনে সে সমুদ্রের
তীরে হাজির হল। সাগরের ঘন কালো জল ভীষণ গর্জন করছে। কোন রকমে মনে সাহস এনে সে রাঘব
বোয়ালকে ডাকল।
শুনছ কি রাঘব বোয়াল
আমার কথা ভাই
তাড়াতাড়ি এসো যাতে
তোমার দেখা পাই
বারবার ডাকতে আমার
মাথা হেঁট লজ্জায়
তবু তোমায় ডাকছি লোভী
ইসাবেলের কথায়।
--এবার আবার কি? ভুস করে ভেসে উঠে রাঘব
বোয়াল জানতে চাইল – সে এবার পোপ হতে চায়। জেলে বলল।
--যাও বাড়ি গিয়ে দেখ সে তাই হয়েছে। বলেই
বোয়াল সমুদ্রে ডুব দিল।
জেলে বাড়ি ফিরে দেখল তার প্রাসদের জায়গায়
সেখানে এক বিশাল গির্জা। বিশাল সেই গির্জার মধ্যে একটা উঁচু সিংহাসনে ইসাবেল পোপ
হয়ে বসে আছে। তার চারপাশে বড় বড় মোটা মোমবাতি জ্বলছে। তার পায়ের কাছে হাঁটু মুড়ে
অনেক রাজা ও রানি বসে আছে।
--তুমি যখন পোপ হয়েছ তখন আর তুমি কিছু হতে
পারবে না। হতে চাইলেও পারবে না। তাই না, জেলে বলল।
সেটা আমি পরে ভেবে
দেখব। গির্জা থেকে প্রার্থনা সেরে সবাই চলে গেল। নতুন পোপ তার বিছানায় শুয়ে ঘুমিয়ে
পড়ল।
পরদিন খুব সকালেই তার ঘুম ভেঙে গেল। জেলে
তখনও ঘুমোচ্ছে। সে জানলার সামনে গিয়ে দাঁড়াল আর দেখল সূর্য আকাশে ধীরে ধীরে উঠছে।
অন্ধকার দূর হয়ে জগত সংসার আলোকিত হচ্ছে।
--আমি কেন ও রকম হব না। সে মনে মনে ভাবল।
তারপর স্বামীকে ঠেলা মেরে ঘুম ভাঙিয়ে বলল – এখুনি যাও। সেই রাঘব বোয়ালকে গিয়ে বল
আমি সূর্যকে নিয়ন্ত্রণ করতে চাই। এ কথা শুনেই জেলে এত ভয় পেল যে বিছানায় বসেই
কাঁপতে লাগল। কিন্তু জেলেনী ইসাবেল কোন কথাই শুনল না। জেলেকে আবার সমুদ্র তীরে
যেতে বাধ্য করল।
0 Reviews