Read more
জেলে সমুদ্র তীরে এসে দেখল সেখানে ঝড় ঝঞ্ঝা
বইছে। সমুদ্র উত্তাল। বড় বড় ঢেউ উঠছে। সমুদ্রে জাহাজ এবং নৌকাগুলো এদিক ওদিক
দুলছে।
এসব দেখে ভয়ে সে চিৎকার করে উঠল—
শুনছ কি আমার কথা রাঘব
বোয়াল
আবার এসেছি আমি মেটাতে
বৌ-এর খেয়াল
জেদী সে বৌ, এ কথা
বলতে ভয় পাই
তোমাকে না জানালে মোর
নিস্তার নাই।
--আবার তার কি চাওয়া আছে? রাঘব বোয়াল মাথা
তুলে বলল।
--ও হো, সে বিশ্ব জগতের নিয়ন্ত্রক হতে চায়।
জেলে বলল।
--যাও। ফিরে যাও। গেলেই দেখতে পাবে সে তার
কুঁড়ে ঘরটাই আবার ফিরে পেয়েছে। বলেই রাঘব বোয়াল জলে ডুব দিল।
আর তারপর জেলে আর জেলেনী তাদের সেই আগের
কুঁড়ে ঘরেই তাদের বাকী জীবনটা কাটাতে বাধ্য হল।
0 Reviews