দাদা এ জল তুই খাস না।

দাদা এ জল তুই খাস না।

Author:
Price:

Read more

দাদা এ জল তুই খাস না। খেলেই তুই বাঘ হয়ে যাবি আর আমাকে খেয়ে নিবি। এই বলে বোন দাদাকে টেনে ধরল।

যদিও খুবই পিপাসা পেয়েছিল তবু দাদা ভাবল পরবর্তী ঝর্ণা পর্যন্ত অপেক্ষা করা যাক। তবে পৌঁছে জল আমি খাবই। এ ভাবেই তারা দ্বিতীয় একটি ঝর্ণার কাছে পৌঁছে গেল। বোন শুনতে পেল ঝর্ণাটি বলছে যে আমার জল খাবে সে একটা নেকড়ে হয়ে যাবে।

0 Reviews