রাজা তখন বললেন – নিশ্চয়ই। তোমার আর্জি মঞ্জুর করা হল।

রাজা তখন বললেন – নিশ্চয়ই। তোমার আর্জি মঞ্জুর করা হল।

Author:
Price:

Read more

রাজা তখন বললেন – নিশ্চয়ই। তোমার আর্জি মঞ্জুর করা হল।
তখন বিশ্বাসী জন বলল – আমাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হল। আমি সব সময়ই তোমার অনুগত ও বিশ্বস্ত ছিলাম। তবে তুমিই যখন আমার উপর বিশ্বাস হারিয়েছ তখন বেঁচে থেকেই আমার বা কি লাভ। মৃত্যুতেই আমার শান্তি। তবে কেন আমি এ রকম করেছিলাম জানা সবারই দরকার। এবার সে সমুদ্রের কাকদের কাছে যে সব কথা শুনেছিল সে সব কথা আরম্ভ করল। এবং প্রভুকে বাঁচানোর জন্যই যে তাদের কথামত কাজ করে গেছে তাও ব্যাখা করতে লাগল। তারপর সে বলল তার কাজ সে ঠিক মত করেছে এতেই সে সুখী। তার কারো উপর কোন রাগ নেই।
রাজাতো এ সব শুনে ক্ষোভে দুঃখে ক্ষমা কর বিশ্বাসী জন, ক্ষমা কর – এবার তুমি থাম বলে চিৎকার করে উঠলেন।

ততক্ষণে কিন্তু বিশ্বাসী জন পাথরের মূর্তিতে পরিণত হয়ে মাটিতে গড়িয়ে পড়েছে। এ ঘটনায় রাজা ও রানি উভয়েই গভীরভাবে মর্মাহত হয়ে ভাবলেন তাঁরা কত ঘৃণিত কাজ করেছেন। বিশ্বাসী জনকে তাঁরা কত হীনভাবে পুরস্কৃত করেছেন। এরপর তাঁরা বিশ্বাসী জনের পাথরের মূর্তি তাঁদের শয়ন কক্ষে এনে রাখলেন। প্রায়ই তাঁরা মূর্তির দিকে তাকিয়ে কাঁদতেন আর বলতেন যদি যে কোন মূল্যে বিশ্বাসী জনের জীবন ফিরিয়ে আনতে পারতাম....।

0 Reviews