Read more

--দাদা তুই এ ঝর্ণার জল খাস না। খেলেই তুই নেকড়ে হয়ে যাবি আর আমাকে টুকরো টুকরো করে ফেলবি। বোনের এই কথা শুনে দাদা বলল তৃতীয় ঝর্ণা পর্যন্ত আমি অপেক্ষা করব। সেখানে কিন্তু যাই হোক আমি জল খাবই। পিপাসায় আমার ছাতি ফেটে যাচ্ছে। আমি আর থাকতে পারছি না।

এ সময় তারা তৃতীয় ঝর্ণার কাছে পৌঁছাল। আর বোন শুনতে পেল ঝর্ণাটা বলছে যে আমার জল খাবে সে একটা চিতল হরিণ হয়ে যাবে, চিতল হরিণ হয়ে যাবে।

0 Reviews