Read more

এ দিকে সেই দুষ্ট সৎমা, আসলে যে ছিল এক ডাইনী সে ভাই বোনকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছিল। তারপর ডাইনীর যেমন করে সেভাবে সাপের মত হামাগুড়ি দিয়ে জঙ্গল পর্যন্ত অনুসরণ করে সে তাদের পিছন পিছন এসেছে। তারপর সকালে জঙ্গলের সব নদী ঝর্ণাগুলোকে জাদু করে দিয়ে ঘরে ফিরে গেছে।

ভাই বোন হঠাৎ দেখতে পেল একটা ঝর্ণা পাথরের নুড়ির উপর লাফতে লাফাতে বয়ে চলেছে। দাদা সেই জল খেতে গেল। অমনি ঝর্ণা বলে উঠল আমার জল যে খাবে সে বাঘ হয়ে যাবে।

0 Reviews