Read more
তাই তারা ঘর থেকে বেরিয়ে সারাদিন পাথুরে
পথে, মাঠের উপর জমির আল পথ ধরে অনেক হাঁটল যখন বৃষ্টি নামল তখন বোন বলল – দেখ দাদা
আমাদের কষ্ট দেখে আকাশটাও কাঁদছে। সন্ধ্যের সময় তারা এসে পৌছাল এক গভীর জঙ্গলে।
ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তারা সামনে একটা বড় গাছের কোটর দেখতে পেয়ে তারা দু’জনে
সেখানে শুয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন অনেক বেলায় সূর্যের আলোয় তাদের ঘুম ভাঙল।
দাদা বোনকে বলল – পিপাশায় আমার বুকের ছাতি
ফেটে যাচ্ছে। নদী বা ঝর্ণা দেখতে পেলে আমি আকন্ঠ জল পান করে পিপাসা মেটাব। মনে আমি
একটা ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি। চল জলের খোঁজ করি। এ কথা বলে বোনের হাত ধরে
জঙ্গলের পথে জলের খোঁজে বেরোল।
0 Reviews