Read more
এভাবেই ঘন জঙ্গলের মধ্যে তাদের কয়েকটা বছর
কেটে গলে। তারপর একদিন দেশের রাজা জঙ্গলে এলেন শিকার করতে। জঙ্গলে শিকারী কুকুরের
ঘেউ ঘেউ, শিঙা আর ড্রামের আওয়াজে সোরগোল উঠল। চিতল হরিণ সেই আওয়াজ শুনে ঠিক থাকতে
পারল না। সেও বাইরে যাবার জন্য ছটফট করে উঠল। আমাকে শিকার দেখতে যেতে দাও বোনটি।
আমি আর থাকতে পারছি না – বোন কে সে অনুনয় করে বলল । বোন প্রথমে রাজি হচ্ছিল না।
তারপর দাদার কাতর অনুনয়ে দড়ি খুলে বলল সন্ধ্যের সময় ঠিক ফিরে এস। আমি ওই সব
শিকারীদের চোখ এড়াবার জন্য দরজা বন্ধ করে রাখবো। তুমি এসে বলবে বোনটি আমার সময় হল –
এবার দরজাটা খোল। এই সংকেত বাক্য না শুনলে আমি দরজা খুলব না।
0 Reviews