Read more
তারপর সে চিতল হরিণের জন্য কচি পাতা, নরম
ঘাস সংগ্রহ করে আনল। প্রতিদিন সকালে সে কুঁড়ে থেকে বেরিয়ে নিজের জন্য কন্দ,
বুনোফল, বাদাম সংগ্রহ করতো এবং হরিণের জন্য আনত নরম ঘাস, কচিপাতা।
হরিণটি তার হাত থেকে খাবার খেত এবং তার
চারপাশে ঘুরে ঘুরে আনন্দে খেলা করত। বোন ক্লান্ত হয়ে পড়লে হরিণের পিঠটাকে বালিশ
করে শুয়েই ঘুমিয়ে পড়ত। ঘুমানোর আগে ভাবত দাদা যদি হরিণ থেকে আবার আগর রূপ ফিরে পেত
তাহলে খুব ভাল হত। তারা কত সুখে থাকতে পারত।
0 Reviews