বোনের কথা শেষ হতে না হতেই চিতল হরিণ লাফিয়ে এক দৌঁড়ে জঙ্গলের মধ্যে

বোনের কথা শেষ হতে না হতেই চিতল হরিণ লাফিয়ে এক দৌঁড়ে জঙ্গলের মধ্যে

Author:
Price:

Read more

বোনের কথা শেষ হতে না হতেই চিতল হরিণ লাফিয়ে এক দৌঁড়ে জঙ্গলের মধ্যে। রাজা এবং তার শিকারী অনুচরেরা তাকে দেখতে পেল। ওহ, কি সুন্দর প্রণী বলে সবাই মিলে তাকে তাড়া করল। কিন্তু হরিণ সারা দিন ঝোপ ঝাড় ডিঙ্গিয়ে বাতাসের বেগে ছুটে তাদের সাথে লুকোচুরি খেলতে লাগল। তারপর সন্ধ্যের সময় কুঁড়ের দরজার কাছে এসে বলল – বোনটি আমার সময় হল – এবার দরজা খোল। বোন দরজা খুলতেই ভেতরে ঢুকে তার হাত থেকে খাবার খেয়ে শুয়ে পড়ল।
পরদিন সকালে আবার শিকারের ভেরী বেজে উঠল। চিতল হরিণ আর থাকতে না পেরে বলল – বোনটি দরজা খুলে দাও। আমাকে যেতেই হবে।

বোন আর কি করে দরজা খুলে দিয়ে বলল – সন্ধ্যের সময় ফিরে এস। আর সংকেত মনে রাখবে।

0 Reviews