Read more
রাজা এবং আর অনুচরদের চোখ এক সময় তার উপর
পড়ল। তারা আবার তাকে তাড়া করল ধরার জন্য। তার গলার সোনালী রিবনটাও তাদের চোখে
পড়েছে। চিতল হরিণের দ্রুত গতির কাছে তারা বারবার হার মানল। সন্ধ্যের কিছু আগে তারা
এক জায়গায় গোল হয়ে তাকে ঘিরে ফেলল। একজন শিকারী তার পায়ে আস্তে আস্তে আঘাত করল।
কারণ রাজা তাকে জ্যান্ত ধরতে চান। এই আগাতের ফলে হরিণের গতি কমে গেল। তারপর একজন
শিকারী তাকে লুকিয়ে অনুসরণ করে কুঁড়ে ঘরের সামনে এল এবং শুনতে পেল হরিণটা বলছে
‘বোনটি আমার সময় হল – এবার দরজাটা খোল’। দরজাটা তক্ষুনি খুলে গেল এবং হরিণ ঢুকে
গেল এবং হরিণ ঢুকে পড়তেই নিমেষে বন্ধ হয়ে গেল। শিকারী তখন রাজার কাছে ফিরে গিয়ে কি
দেখেছে এবং কি শুনেছে সব বলল। রাজা বললেন, কাল হরিণটি জ্যান্ত ধরতে হবে তারপর আমি
দেখব কুঁড়েতে কি আছে।
0 Reviews