Read more
এদিকে হরিণের কুঁড়েতে ঢোকার পর তার পায়ের
আঘাত দেখে বোন কান্নায় ভেঙে পড়ল। তারপর ক্ষত পরিষ্কার করে সেখানে লতাপাতার ওষুধ
বেঁধে দিয়ে বলল এখন বিশ্রাম কর। না হলে ক্ষত বিষিয়ে যাবে। হরিণ বলল এটা এমন কিছু
নয়। কাল সকালেই সব ঠিক হয়ে যাবে। পরদিন সকালে আবার শিকারের ভেরী বেজে উঠতেই হরিণ
ছটফট করতে লাগল। আমাকে খুলে দাও বোনটি, আমি আর থাকতে পারছি না। আমাকে কেউ ধরতে
পারবে না। বোনটি অনেক বোঝাল। অনেক কাঁদল। আজ তোমাকে দেখতে পেলে ওরা মেরে ফেলবে।
জঙ্গলে আমি একা হয়ে যাব। আমাকে দেখার কেউ থাকবে না। তোমাকে আমি যেতে দেব না।
--তুমি আমাকে না ছাড়লে বন্দী অবস্থাতেই আমি
মরে যাব। কারণ শিকারের ভেরী বাজালেই আমার হৃদপিন্ড চামড়া ছিঁড়ে বেরিয়ে আসতে চায়।
ভাইএর একথা শুনে বোন দেখল কোন ভাবেই আটকে
রাখা যাবে না। তাই সে বিষাদগ্রস্ত হয়ে দরজা খুলে দিল। আর হরিণ এক দৌড়ে জঙ্গলের
ভিতর।
0 Reviews