Read more
রাজা তাকে দেখতে পেয়ে অনুচরদের বললেন – ওকে
সারাদিন তাড়া করে অনুসরণ কর। কিন্তু কেউ কোন আঘাত করবে না। সন্ধ্যে হলে রাজা তার
সেই অনুচরকে পললেন আমাকে কুড়েটি দেখাও।
কুঁড়ের সামনে গিয়ে রাজা বললেন – বানটি আমার
সময় হল – এবার দরজা খোল।
দরজা খুলে গেল আর রাজা দেখলেন ভিতরে দাঁড়িয়ে
এক সুন্দরী কন্যা। রাজা মুগ্ধ হয়ে তাকে দেখছিলেন। এ দিকে বোনটি দরজা খুলে হরিণকে
না দেখতে পেয়ে ভীত হয়ে দেখল ঘরে ঢুকেছে সোনার মুকুট মাথায় একজন যুবক।
রাজা তার সুন্দর ভয় পাওয়া মুখ দেখে বললেন –
ভয় পেও না কন্যে আমি দেশের রাজা। তুমি আমার প্রাসাদে গিয়ে আমার রানি হবে?
--হতে পারি। কিন্তু চিতল হরিণ আমার সঙ্গে
যাবে।
নিশ্চয়ই, চিতল হরিণ আজীবন আমাদের সাথে রাজ
প্রাসাদে থাকবে – রাজার এ কথা বলার সাথে সাথেই চিতল হরিণ ঘরে এসে ঢুকল। বোনটি তার
গলায় দড়ি বেঁধে কুঁড়ে ঘর ছেড়ে হরিণ নিয়ে রাজার রথে উঠল।
0 Reviews