Read more
--নিশ্চই আছে। কেউ যদি
রাজা ঘোড়ায় চাপার আগেই তার কোমর থেকে বন্দুক টেনে ঘোড়াটাকে গুলি করে মারে তাহলেই
রাজা বেঁচে যাবেন। কিন্তু এটা কেউ জানবে কি করে। আক যদি জেনেই যায় আর এ কথা কাউকে
বলে তাহলে তার হাঁটু পাথর হয়ে যাবে। এবার দ্বিতীয় কাক আবার মুখ খুলল – আমি কিন্তু
এর চেয়ে অনেক বেশি জানি। ঘোড়া মরলেও রাজা বাঁচবে না। প্রাসাদে ঢোকার পরই রাজা
সোনার থালায় একটা সুন্দর বর পোশাক দেখতে পাবে। দেখে মনে হবে যেন সোনা রূপার সুতোয়
বোনা। আসলে সেটা গন্ধক আর আর্সেনিক দিয়ে তৈরি। সেটা গায়ে দেওয়া মাত্রই রাজার সারা
শরীর জ্বলে ছাই হয়ে যাবে।
তৃতীয় কাক বলল –এর থেকে
বাঁচার উপায় কি?
0 Reviews