এবার সমুদ্র যাত্রা আনন্দের সঙ্গেই চলল।

এবার সমুদ্র যাত্রা আনন্দের সঙ্গেই চলল।

Author:
Price:

Read more

এবার সমুদ্র যাত্রা আনন্দের সঙ্গেই চলল। বিশ্বাসী জন সে দিন ময়ূরপঙ্খী নৌকায় মাস্তুলের কাছে তার বীণাটা বাজাচ্ছিল। হঠাৎ দেখল তিনটে কাক তার দিকে উড়ে আসছে। জন বাজনা থামিয়ে কাকগুলো কি বলছে তা শোনার চেষ্টা করল কারণ সে পশুপক্ষীর ভাষা জানত।
প্রথম কাকটা বলল—এই যে এত আনন্দ করে রাজা রাজকন্যাকে নিয়ে ঘরে যাচ্ছে সে তো ঘর পর্যন্ত পৌঁছতেই পারবে না। দ্বিতীয় কাক বলল – কিন্তু রাজকন্যা তো তারই।
তৃতীয় কাক বলল – রাজকন্যা তো রাজার পাশেই বসে আছে।

প্রথম কাক বলল – এতে আশ্চর্য হওয়ার কি আছে। যখন তারা তীরে গিয়ে নামবে তখন একটা সুন্দর বাদামী রং ঘোড়া ছুটে আসবে। আর তাতে – বাঁচার কি কোন উপায় নেই? দ্বিতীয় কাক বলল।

0 Reviews