যদি কেউ হাতে দস্তানা পরে বর পোশাকটা নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে তবেই রাজা বাঁচবে।

যদি কেউ হাতে দস্তানা পরে বর পোশাকটা নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে তবেই রাজা বাঁচবে।

Author:
Price:

Read more

--যদি কেউ হাতে দস্তানা পরে বর পোশাকটা নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে তবেই রাজা বাঁচবে। কিন্তু এ সবের কথা বলে লাভ কি? কে জানবে এটা। আর যদি জেনেই যায় এবং রাজাকে বলে তবে হাঁটু থেকে বুক পর্যন্ত তার পাথর হয়ে যাবে।
এবার তৃতীয় কাক বলল – আমি কিন্তু এর চেয়ে আরও বেশি জানি। এত করেও রাজা রানি হিসেবে সোনার প্রাসাদের রাজকন্যাকে পাবে না। কারণ বিয়ের ভোজ সভায় নাচের সময় নাচতে নাচতে রানি হঠাৎ  ফ্যাকাশে হয়ে পড়ে গিয়ে মূর্চ্ছা যাবে। দেখে মনে হবে যেন মরে গেছে। সেই সময় যদি কেউ তাকে তুলে অন্য ঘরে নিয়ে গিয়ে তার বুকের ডান দিক চিরে তিন ফোঁটা রক্ত নিয়ে ছুঁড়ে ফেলে তাহলেই রানি বাঁচবে। না হলে সত্যি সত্যিই মারা যাবে। এ সব সথা জেনে কেউ যদি তাকে বলে দেয় তবে তার বুক থেকে মাথা পর্যন্ত পাথর হয়ে যাবে।
এ সব কথা কাকগুলি নিজের মধ্যে বলতে বলতে উড়ে চলে গেল।
আর বিশ্বাসী জন কাকদের কথা শুনে মনমরা বিমর্ষ হয়ে গেল। শান্তভাবে সে প্রভুর দিকে নজর রাখতে লাগল। বুঝতে পারল কী ভাবে দুর্ভাগ্য ঘনিয়ে আসছে। মনে মনে সে প্রতিজ্ঞা করল প্রভুকে আমি রক্ষা করবই। তারপর তীরে এসে নামা মাত্রই কাকের বলা কথা মতই বাদামী রং-এর ঘোড়া কেশর ফুলিয়ে ছুটে এল। পিঠে তার সোনার জিন।
ও হো, কি সুন্দর। এটাতে চড়েই আমি প্রাসাদে যাব। রাজা বলে উঠলেন।

কিন্তু ঘোড়ায় চাপার আগেই জন তাকে সরিয়ে দিল। তারপর রাজার কোমর বন্ধনী থেকে বন্দুক নিয়ে ঘোড়াটাকে গুলি করে মেরে ফেলল।

0 Reviews