Read more
তারপর কিছুদিন কেটে গেল। চাষিটা একটা বলদ
কিনল। তারপর সে নিজে হিসেব করে দেখল যদি বলদটি মাংস হিসেবে শহরে বিক্রি করি তবে
মাংস বিক্রি ও চামড়া বিক্রির টাকায় দুটি গাই কিনতে পারব। ভাবা মাত্রই সে তাই করল।
বলদটিকে কেটে মাংস বার করে নিয়ে শহরে বিক্রি করতে চলল। শহরে ঢোকার পর একদল কুকুর
ঘেউ ঘেউ করে তার চারপাশে তেড়ে এল। সেই কুকুরগুলিকে সরিয়ে একটা বড়সড় গ্রে-হাউন্ড
কুকুর চাষার কাছে ‘হোয়াম, হোয়াম, হোয়াম’ বলে চিৎকার করতে লাগল। চাষা তা শুনে বলল –
তোমার মাংস চাই এই তো। কিন্তু মাংসের দাম দেবে কি দিয়ে। কুকুরটি এখন না বুঝে
চিৎকার করল হাউম, হোয়াম হোয়াম। চাষা বলল বুঝেছি, তা তোমার মালিককে আমি ভাল করে
চিনি। তোমাকে আমি সব মাংসটাই দিয়ে দিচ্ছি। যে টুকু খাবার খাবে। বাকীটা তোমার
মালিকের কাছে পৌঁছে দেবে। কিন্তু মনে রেখে তিনদিনের মধ্যেই আমার মাংসের দাম চাই।
কেউ যেন সেটা আমার কাছে পৌছে দেয়। এসব কথা বলে চাষা মাংসের ধামা রাস্তার ধারে
নামিয়ে বাড়ি ফিরে এল। কুকুরগুলো ধামা থেকে মনের সুখে মাংস ছিঁড়ে কাড়াকাড়ি করে খেতে
লাগল।
0 Reviews