Read more
এবার চাষা রেগে বলল তবে তোরা নিজেরাই গুণে
দেখ কত আছে।
এই বলে এক এক করে সাতটি মুদ্রাই ডোবার জলে
ছুঁড়ে দিল। ভাবল ব্যাঙগুলো টাকাটা গুনে তাকে ফিরিয়ে দেবে। এ জন্য সে দাঁড়িয়ে থাকল।
কিন্তু ব্যাঙগুলো আগের মতো ডেকেই চলল। চাষা বলল মাথামোটা, বিচ্ছিরী জলের পোকারা,
খাটি চিৎকারই করতে পারে। টাকাগুণতে পার না। তাড়াতাড়ি আমার টাকা গুণে ফিরিয়ে দাও।
কিন্তু ব্যাঙগুলো একইভাবে ডাকতে থাকায় সে বলল তোমরা কি ভাবছ আমি সারারাত এখানে
দাঁড়িয়ে থাকব। আমি চলে যাচ্ছি। তার পেছন পেছন ভেসে এল ব্যাঙদের ডাক আঁইট, আঁইট।
0 Reviews