Read more
উচিত মূল্যে কেনা বেচার গল্প
তার বাড়ি ফেরার পথে পড়ে এক এদোঁ ডোবা।
সেখানে মনের সুখে ব্যাঙগুলো গানগাইছিল। তাদের গলার সুর দূর থেকেই চাষা শুনতে পেল।
তার মনে হল ব্যাঙগুলো মনে হয় বলছে আট, আট, আঁচ...। চাষা যত এগিয়ে আসে ততই ভেসে আসে
আইট, সাইট, আইটা।
চাষা ভাবল ব্যাঙগুলো বলছে যে আটটা রূপোর
টাকা পেয়েছে। তাই সে বেগে বলল। এই বোকারা চুপ কর। আট নয় সাত সাতটা রুপোর টাকা পেয়েছি।
কিন্তু ব্যাঙরা কি আর চাষার কথা শোনে। তারা ডেকেই চলল আঁইটা, আঁইট, আঁইট।
0 Reviews