ও দিকে বেহালা বাদক তো নিজের মনেই পথ হাঁটছে।

ও দিকে বেহালা বাদক তো নিজের মনেই পথ হাঁটছে।

Author:
Price:

Read more

ও দিকে বেহালা বাদক তো নিজের মনেই পথ হাঁটছে। পথ হাঁটতে হাঁটতে সে আবার সুর তুলল। এবার সে খুবই ভাগ্যবান। কারণ এবার তার সুরের জাল কাঠুরেকে মোহগ্রস্ত করল। ইচ্ছা থাক আর নাই থাক সে গাছ কাটা ফেলে রেখে বেহালা বাদকের কাছে এসে হাজির হল।
অবশেষে একজন সঠিক সঙ্গী পেলাম। বেহালা বাদক নিজের মনেই বলল। বেহালা বাদক তার বেহালা এমন আনন্দের সুর তুলল যে গরীব কাঠুরে আনন্দে আর সুখের সাগরে ভাসতে ভাসতে বেহালা বাদকের কাছে দাঁড়িয়ে থাকল।
সেই সময় নেকড়ে, শেয়াল আর খরগোস দৌড়ে আসতে দেখা গেল। কাঠুরে দৌড়ে আসা দেখেই বুঝতে পারল ওদের কোন বদ মতলব আছে। তাই সে তার কুঠার তুলে বেহালা বাদকের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, সে আক্রমণ করতে আসবে সে নিশ্চয় মারা যাবে।

এ কথা শুনে নেকড়ে, শিয়াল আর খরগোস ভয় পেয়ে পালিয়ে গেল। বেহালা বাদক কাঠুরের প্রতি কৃতজ্ঞতায় আরো কয়েকটি সুন্দর সুর বাজিয়ে নিজের পথে চলে গেল।

0 Reviews