Read more

--তা শিখাবো বৈ কি। তবে বেহালা বাজনা শিখতে হলে আমি যা বলব তোমাকে তাই মেনে নিতে হবে।
শিষ্য যেমন গুরুর আদেশ সব মেনে চলে, কোন প্রশ্ন করে না। আমিও তেমনি আপনার সব আদেশ মেনে চলব। এ কথা বলার পর শিয়াল বেহালা বাদকের নির্দেশে তার সাথে পথ হাঁটতে লাগল।
কিছু দুর হাঁটার পরই তারা রাস্তার ধারে ধারে অনেক হেজল গাছের সারি দেখতে পেল। বেহালা বাদক তাই দেখে সবচেয়ে লম্বা গাছটায় চড়ে তার ডগাটাকে টেনে নিচে নামিয়ে এনে পা দিয়ে চেপে দাঁড়াল, তারপর বলল, ‘ছোট্ট শেয়াল বাজনা শিখবে তো তাড়াতাড়ি এসে এই গাছের ডগায় তোমার সামনের পা দুটি দিয়ে দাঁড়াও।
শেয়াল তো তাই করল। বেহালা বাদক তখন তার পা দুটি ভালভাবে গাছের ডগার সাথে ভাল করে বেঁধে দিল। তারপর পা সরিয়ে মাটিতে লাফিয়ে নামতেই গাঠ সোজা হয়ে অনেক অনেক উপরে। আর শেয়াল সেখানে দড়ি বাঁধা অবস্থায় শুন্যে ঝুলতে লাগল।

--আমি যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ ওভাবেই অপেক্ষা কর, এই বলে বেহালা বাদক আবার পথ চলা আরম্ভ করল।

0 Reviews