Read more
এ কথা শুনে বেহালা বাদক বলল, তাহলে তুমি আমার
সঙ্গে এস। কিছুক্ষণ হাঁটার পর তারা এসে হাজির হল পুড়ো ওক গাছের তলায়। গাছের মাঝে
এক বিরাট গর্ত। সেই গর্ত দেখিয়ে বেহালা বাদক বলল, ‘বাজনা শিখতে হলে তোমার আগের পা
দুটো গর্তে ভাল করে ঢোকাও। নেকড়ে তাই করল। বেহালা বাদক তাড়াতাড়ি একটা বড় ভারী পাথর
তুলে নিয়ে সেই গর্তে নেকড়ের পা সহ ঠেসে দিল। মুখে বলল, ‘আমি ফিরে না আসা পর্যন্ত এ
ভাবেই থাক। তারপর সে নিজের পথে চলতে লাগল।
কিছু পথ যাওয়ার পর তার মনে হল এখনও আমাকে
অনেকটা পথ বনের মধ্যে একা একা হাঁটতে হবে। অতএব একজন সঙ্গী চাই। অতএব সে আবার
বেহালা বাদন আরম্ভ করল। বাদন শুনে দৌড়ে এল একটা শেয়াল। শেয়াল আমার একদম পছন্দ নয়।
শেয়াল এসেই বলল, সুপ্রভাত মশাই। কি সুন্দর
আপনি বাজান। আমাকে বেহালা বাজান শিখিয়ে দিন।
0 Reviews