Read more

আশ্চর্য এক বেহালা বাদক


সে ছিল এক আশ্চর্য বেহালা বাদক। নিঃসঙ্গ, একাকী। একদিন সে এক বনের মধ্যে যাচ্ছিল। সে ভাবছিল এত বড় জঙ্গলে তাকে একাকী পার হতে হবে একজন সঙ্গী থাকলে খুব ভাল হত। একজন সঙ্গীর খোঁজ করতে হবে। তার বেহালা বাদনে সবাই মুগ্ধ হয়ে এসে তার কাছে দাঁড়িয়ে পড়ত। তাই সে তার বেহালায় ছড় টেনে সুর তুলল।
কিছুক্ষণের মধ্যে জঙ্গল থেকে একটা নেকড়ে বেরিয়ে তার কাছে হাজির হল। হায়, ভগবান শেষে একটা নেকড়ে...। নেকড়ে দিয়ে আমি কি করব? নেকড়ে কখনও সঙ্গী হয়। বেহালা বাদক মনে মনে ভাবল। নেকড়ে আরো কাছে এসে বলল, ‘আহা, তুমি কি মিষ্টি বাজনা বাজাও। আমাকে তুমি বেহালা বাজানো শিখিয়ে দাও’।
--তোমাকে আমি শেখাতে পারি, তবে আমি যা বলব তোমাকে তাই করতে হবে।
--আমি তোমাকে একজন স্কুল ছাত্র যেভাবে তার শিক্ষককে সম্মান করে, সেভাবেই মেনে চলব।

0 Reviews