Read more
রাজা তো আনন্দে
পরিপূর্ণ। কানায় কানায় পূর্ণ তার সুখের পসরা। সেই সময় তিনি দেখলেন রানি পূজা সেরে
আসছেন। তাই তাড়াতাড়ি তিনি বিশ্বাসী জন ও দুই ছেলেকে একটা বড় সিন্দুকে খুব ভালভাবে
লুকিয়ে রাখলেন।
রানি তার কাছে এসে বললেন
– তোমার কি ঈশ্বরের কাছে প্রার্থনা ভালভাবে শেষ হয়েছে।
হ্যাঁ, রানি বললেন –
কিন্তু আমি সব সময়ই বিশ্বাসী জনের কথা ভাবছিলাম। যে আমাদের জন্যই দুর্ভাগ্যের স্বীকার হয়েছে।
আমার প্রিয়তমা রানি,
আমরা বিশ্বাসী জনকে আবার বাঁচিয়ে তুলতে পারি। কিন্তু সে জন্য আমাদের কিছু ত্যাগ
করতে হবে। আমাদের দুই ছেলেকে বলি দিতে হবে।
এ সব কথা শুনে রানির মুখ
বিবর্ণ হয়ে গেল। হৃদয় দুঃখে ভরে গেলেও বললেন – আমরা তার কাছে দোষী। তার
বিশ্বস্ততার কোন দামই দিইনি।
অতএব সন্তানের জন্য দুঃখ
আমাদের পাওয়া উচিত। তুমি ওদের জনের জন্য উৎসর্গ কর।
রাজা এ কথা শুনে খুবই
খুশি হলেন। তিনি বুঝতে পারলেন তিনি ঠিক কাজই করেছেন।
তারপর সিন্দুক খুলে
লুকিয়ে রাখা ছেলেদের এবং জনকে বার করে নিয়ে এলেন। মুখে বললেন ঈশ্বর বিশ্বাসী জন
এবং আমাদের ছেলেদের রক্ষা করেছেন।
0 Reviews