কিছু সময় ধরে হাঁটার পর বেহালা বাদক নিজের মনেই বলল

কিছু সময় ধরে হাঁটার পর বেহালা বাদক নিজের মনেই বলল

Author:
Price:

Read more

কিছু সময় ধরে হাঁটার পর বেহালা বাদক নিজের মনেই বলল, এত বড় পথ, নিঃসঙ্গ একাকী আমি। একজন সঙ্গী আমার দরকার। সে আবার বেহালার ছড় টানতে আরম্ভ করল। সুন্দর সংগীতের সুর জঙ্গল জুড়ে ছড়িয়ে পড়ল। আর সেই সংগীতের সুরে আকৃষ্ট হয়ে একটা খরগোস ছুটে এল।
--আঃ একটা খরগোস। এটাকে দিয়ে কি করব। বেহালা বাদক হতাশ সুরে বলল।
--ওঃ কি সুন্দর বাজনা। কীভাবে তুমি বাজাও? আমি কি এ রকম বাজনা শিখতে বারব? খরগোস জিজ্ঞাসা করল।
--নিশ্চয়ই পারবে। তবে আমি যা বলব তাই মেনে চলতে হবে। অমান্য করলে শিখতে পারবে না।
--স্কুল ছাত্ররা যেমন তাদের শিক্ষককে মেনে চলে ঠিক সে ভাবেই আপনাকে মানব। খরগোস বলল।

--ঠিক আছে তাহলে আমার সাথে এস।

0 Reviews