জন তখন খুব আস্তে বলল, আমি ইশ্বরের নামে,

জন তখন খুব আস্তে বলল, আমি ইশ্বরের নামে,

Author:
Price:

Read more

জন তখন খুব আস্তে বলল, আমি ইশ্বরের নামে, আপনার নামে শপথ করে বলছি, কখনও রাজকুমারকে ছেড়ে যাব না। তাকে সবসময় পরিচর্যা করব। এমনকি আমার জীবনের বিনিময়েও তাকে রক্ষা করব।
এ কথা শুনে রাজা স্বস্তির নিশ্বাস ফেললেন। তারপর ধীরে ধীরে বললেন, এবার আমি শান্তিতে মরতে পারবআমার মৃত্যুরপর তুমি তাকে প্রাসাদের সব কক্ষগুলি ঘুরে ঘুরে দেখাবে। তকে যে সব সম্পদ গচ্ছিত আছে সে সব ও তাকে দেখাবে। যাতে সে বুঝতে পারে তার করণায় কি। কিন্তু তাকে কখনই প্রাসাদের শেষ যে কক্ষটি আছে সেখানে প্রবেশ করতে দেবে না। তার তালা সব সময় বন্ধ থাকবে। জন বলল আপনি যা বললেন ঠিক তাই হবে।

রাজা বললেন আমি জানি তুমি কোন প্রশ্ন করবে না। তাই বলছি কেন ওই ঘর খুলবে না। ওই ঘরে আছে স্বর্ণপুরী প্রাসাদের রাজকন্যার তৈলচিত্র। সে ছবি এত সুন্দর যে তাকে দেখলেই রাজপুত্র তার প্রেমে পাগলের মত হয়ে যাবে। আর এই অন্ধ ভালবাসা তার বিপদ ডেকে আনবে। প্রাণশংসয়ের কারণ হবে।অতএব সাবধান তাকে ছবি থেকে সবসময় দূরে রাখবে।

0 Reviews