Read more
বিশ্বাসী জন ধীর পায়ে রাজার শয্যার পাশে এসে
দাঁড়াল। রাজামশায় ঘরের সমস্ত লোকজনদের বাইরে যেতে বললেন। সবাই বাইরে গেল রাজা
বললেন, তুমি আমার একমাত্র বিশ্বস্ত জন। আমি বুঝতে পারছি আমার মৃত্যুর সময় ঘনিয়ে
আসছে। মরতে আমার কোন দুঃখ নেই। কিন্তু আমি মারা গেলে যুবরাজকে দেখা-শোনা করার
জন্য, তাকে ভাল পথে পরিচালনা করার জন্য কেউ থাকবে না। অথচ সে এখনও নাবালক। তাকে সব
সময় ভাল পথে চালিত করতে হবে। তোমাদের রানি মা মারা যাবার সময় আমি কথা দিয়েছিলাম।
তাকে ভালভাবে মানুষ করব। এর অন্যথা হলে আমি মরেও শান্তি পাব না।
কথাগুলো বলতে বলতে রাজামশায় হাঁপিয়ে পড়লেন।
কিছুক্ষণ থেমে শ্বাস নিলেন। তারপর বলতে আরম্ভ করলেন জন তুমি যদি কথা দাও কখন কোন
কারণে ছেড়ে যাবে না। তাকে সব সময় অভিভাবকের মত সুপথে চালিত করবে তাহলে আমি
শান্তিতে চোখ বুজতে পারব।
0 Reviews