Read more

বিশ্বাসী জন

তার নাম ছিল জন
প্রভুর সেবায় করেছিল আত্মসমর্পণ
পশুপাখিদের ভাষা সে জানত
বিশ্বাসের মর্যাদা বড়, সে কথা সে মানত
নিজেকে উৎসর্গ করে রেখেছিল মান
কথা দিয়ে কথা রাখবে সবচেয়ে বড় প্রমাণ
এসো এবার তার জীবনের কথাই শুনি। যা পড়লে মনে হবে এ যেন কোন এক রূপ কথার গল্প।রাজামশাই মৃত্যুশয্যায়। তিনি এত দুর্বল হয়ে পড়েছিলেন যে বুঝতে পেরেছিলেন মৃত্যু তাকে হাতছানি দিচ্ছে। তিনি বলেনে বিশ্বাসী জনকে আমার কাছে ডেকে আন।

জন সারা জীবন ধরে তাঁর আদেশ পালন করে আসছে। কখনও কোন অন্যায় করেনি। কোন আদেশ পালন করতে কোন দ্বিধা করেনি। সত্যাবাদী জন কখনও কাউকে ঠকায় না। তাই তাকে রাজা মশাই বলেন বিশ্বাসী জন।

0 Reviews